৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

‘শিল্পী সত্তা’ নামক টেলিফিল্ম নিয়ে আসছেন কামরুল হাসান নাসিম

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ব্রাহ্মণবাড়িয়া টাইমস ডেস্ক : রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের কৃতি ব্যক্তিত্ব কামরুল হাসান নাসিম এবার নিয়ে আসছেন টেলিফিল্ম ‘শিল্পী সত্তা’। দেড় বছরের অধিক সময় ধরে নির্মিত এই টেলিফিল্মের কাহিনী লিখেছেন তিনি নিজেই। একই সঙ্গে পরিচালনা এবং অভিনয়ও করেছেন তিনি।

এ বিষয় নাসিম সাংবাদিকদের জানান, ‘ইতোমধ্যেই টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে, এখন চলছে সম্পাদনার কাজ।’

বিএনপি পুনর্গঠনের উদ্যোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হন নাসিম। প্রাসঙ্গিকভাবেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি অভিনয়েও আসলেন? জবাবে তিনি বলেন, ‘চরিত্রটি করার মতো অভিনেতা ছিলেন ওপার বাংলার অঞ্জন দত্ত। তবে অনিবার্য কারণে তাঁকে নিয়ে কাজ করার সুযোগ হয় নাই। তাই আমি নিজেই করে দিলাম।’

তিনি জানিয়েছেন, ‘শিল্পীসত্তা’ টেলিফিল্মটি মূলত বাংলাদেশের পপ মিউজিকের ওপর নির্মিত। বাংলার ব্যান্ড সঙ্গীতের ইতিহাস, আদ্যোপান্ত, একটা কাল্পনিক চরিত্র, সাসপেন্স, সব কিছুই রয়েছে এই ফিল্মে। এর একটি চরিত্র ‘পিটার মাইকেল’। এই চরিত্রে অভিনয় সম্পর্কে নাসিম বলেন, ‘এটা কাল্পনিক চরিত্র, আবার কাল্পনিক নয়। এই ধরণের শিল্পীসত্তা সত্তর/আশির দশকে ছিল।’

নাসিম আরও বলেন, ‘পাণ্ডলিপি অনুযায়ী ফিল্মের কাজ শেষ করা সম্ভব হয় নাই। শিল্পীদের শিডিউল সমস্যা, নিজের ব্যস্ততার কারণে মুল গল্প নিয়ে কাজ করা যায়নি। সেটা করা গেলে এই টেলিফিল্মটি সেরার সেরা হত। তবুও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এই টেলিফিল্মটি সাড়া জাগানো কিছু হবে বলে বিশ্বাস করি। ব্যয় বহুল এই টেলিফিল্মে প্রায় আড়াই হাজার মানুষের অংশগ্রহণ ছিল। এর মধ্যে ৩৫ জন চরিত্রের উপস্থিতি থাকছে।’

লেখক, সাংবাদিক ও আবৃত্তিকার নাসিম টেলিফিল্মের সাথে থাকা সকল শিল্পী, কলাকুশলীদের অভিনয় করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০২২ সালের পর বাংলাদেশ, বলিউড, টালিউড ও হলিউডের শিল্পীদের নিয়ে তাঁর প্রকাশিতব্য উপন্যাস পাগলা রাজা’র কাহিনী অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। এছাড়া ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত তিনি মোট ছয়টি টেলিফিল্ম নির্মাণ করবেন। নাসিমের পরবর্তী টেলিফিল্মের কাজ মার্চে শুরু হবে। ‘শিল্পীসত্তা’ মার্চের প্রথম সপ্তাহে বেসরকারি একটি চ্যানেলে সম্প্রচার করা হবে। এর আগে এই মাসেই কেএইচএন সেক্রেটারিয়েটে প্রিমিয়ার শো হবে। রাজনীতির বাইরে টেলিভিশনের সঞ্চালক, ডকুমেন্টারি নির্মাণ করার অভিজ্ঞতা থাকলেও টেলিফিল্ম রচনা, পরিচালনা ও অভিনেতা হিসাবেও নাসিমের অভিষেক হতে যাচ্ছে।

‘শিল্পী সত্তায়’ গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করেছেন তাঁরা হলেন- শাহেদ, শতাব্দী ওয়াদুদ, নওশীন, হিল্লোল, এ টি এম রাসেল ও জিদান। এদের সঙ্গে গ্ল্যামারাস সাতজন উঠতি নারীসহ আহসান হাবীব সুমন, সারাহ আলমাস, জহির উদ্দীন ও এনাম অভিনয় করেছেন।

চিত্র গ্রাহক হিসাবে ছিলেন- শাহরিয়ার মানিক ও জুয়েল। আর সহকারী পরিচালক ছিলেন টাব্বু এবং কবি মেহরাব পিয়াস।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আরও পড়ুন