বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান একুশে স্মৃতি পিস এ্যাওয়ার্ডে ভূষিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি : জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার (মুকুল) সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে স্মৃতি সংসদ কর্তৃক ‘‘একুশে স্মৃতি পিস এ্যাওয়ার্ডে’’ ভূষিত হয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তন ঢাকায় এ পদক প্রদান করা হবে।
একুশে স্মৃতি সংসদের চেয়ারম্যান ও ভাষা সৈনিক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ সামছুল হুদা,একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক সামছুল হুদা,একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রফেসর মির্জা মাজহারুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ড. জসীম উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন প্রমূখ।
আপনার মন্তব্য লিখুন