সরাইলে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া সরাইলে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষে্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে উপজেলা দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা -২০১৯অনুষ্ঠিত হয়েছে। অাজ ১২ ফেব্রুয়ারি মঙ্গল বার সকাল দশটায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভউদ্ভোধন করেন ইউএনও এ এস এম মোসা।
উপজেলার দুটি কলেজ নয়টি মাধ্যমিক স্কুল ও নয়টি ইউনিয়নের নয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা অাহামদুল কামাল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অাব্দুল অাজিজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ অালমগীর হোসাইন, সনজিব কুমার দেবনাথ প্রমুখ। এ ছাড়া উপজেলার কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ও গণমাধ্যমের ব্যক্তিগণ ছিলেন।
কলেজ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয় হন সরাইল সরকারি কলেজ মাধ্যমিক পর্যায়ে প্রথম হন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় তৃতীয়, চুন্টা এসি একাডেমী চতুর্থ স্থানে জয়লাভ করেন।
প্রাথমিক পর্যায়ে চুন্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, মলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় ও সুলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় স্থানে বিজয় হয়। পরে সমাপনি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দগণ।
আপনার মন্তব্য লিখুন