সরাইল উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান শেখ আব্দুল কালাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক সরাইল উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ আব্দুল কালাম।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেই এমনটি জানিয়েছেন শেখ আব্দুল কালাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের কল্যাণ সম্পাদকসহ রাজনৈতিক ওজনকল্যান মুলক অসংখ্যা সংগঠনের সঙ্গে জড়িত আছেন। সরাইল উপজেলাবাসী নির্বাচনে শেখ আব্দুল কালাম সমর্থনে ইতিমধ্যে নিজ নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সভা-সমাবেশ করছেন তার সমর্থকরা।
শেখ আব্দুল কালাম বলেন, সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। মানুষের উপকার করা আমার ভাল লাগে। তাই সরাইল উপজেলা বাসী এই নির্বাচনে আমাকে তাঁদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করার অনুরোধ করছেন। তাই জনগণের আশা-আকাঙ্খার কথা বিবেচনা করে আমি এই নির্বাচনে প্রার্থী হতে চাই।
আপনার মন্তব্য লিখুন