৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

লেবাননের রিক্রুটিং এজেন্সিগুলোর সিন্ডিকেটের প্রেসিডেন্ট ও সদস্যদের সাথে রাষ্ট্রদূতের বৈঠক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ , ৩১ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

জহির রায়হান : লেবাননের রিক্রুটিং এজেন্সিগুলোর সিন্ডিকেটের প্রেসিডেন্ট ও সদস্যদের সাথে বৈঠক করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। গতকাল বুধবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লেবাননে নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রদূত তাদের সাথে দীর্ঘ আলোচনা করেন। নাতিদীর্ঘ আলোচনায় তারা পূর্ণ সহযোগিতা করবেন বলে মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য থাকে যে, বাংলাদেশের সাথে লেবাননের ব্যবসা, বিনিয়োগ বৃদ্ধি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এবং এ সম্পর্ক আরো জোরদার করতে রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এছাড়াও রাষ্ট্রদূতের প্রচেষ্টায় লেবানন থেকে লেবানিজ ব্যবসায়ী প্রতিনিধি দল কয়েক দফা বাংলাদেশে ভিজিট করে গেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন