নাসিরনগরে ৭ বছরের শিশু অপহরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ , ২৯ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
মোঃ আব্দল হান্নান, নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতলিয়া গ্রামের কেজি ওয়ানের ছাত্রী ফাতেমা বেগম (৭) অপহরণ হয়েছে। গত রবিবার (২০ জানুয়ারি) ভোর অনুমান ৫ ঘটিকার সময় নিজ বাড়ি থেকে এ অপহরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে ফাতেমার বাবা মোঃ মুক্তার মিয়া বাদী হয়ে আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) নাসিরনগর থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন রাতে ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত- হোসেন খাঁর মেয়ে আকলিমা (২৬) ফাতেমার নানার বাড়ির আত্মীয় পরিচয় দিয়ে তাদের বাড়িতে রাত্রি যাপন করে। ভোরে ফাতেমা বড়ই খুড়াতে গেলে এসময় আকলিমা ফাতেমাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে চলে যায়। যাওয়ার সময় প্রতিবেশী রেহেনা বেগম, জনু বেগম ও মিনারা বেগম দেখতে পেয়ে ফাতেমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিজ্ঞেস করলে আকলিমা বলে তার নানার বাড়িতে ।
পরে ফাতেমাকে না পেয়ে আকলিমার সাথে যোগাযোগ করলে সে জানায়, ব্রাহ্মণবাড়িয়া আছি ফাতেমাকে কাল বাড়িতে নিয়ে আসব। এরপর থেকে আকলিমা ও ফাতেমা কারো সন্ধান পাওয়া যাচ্ছেনা।
নাসিরনগর থানার ডিউটি অফিসার এএসআই ইমাম হোসেন রাজুর সাথে যোগযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করেন।
আপনার মন্তব্য লিখুন