আখাউড়ায় নৌকার পক্ষে গ্রাম-মহল্লায় প্রচারণা শুরু করেছে ধরখার ইউনিয়ন ছাত্রলীগ
নির্বাহী সম্পাদক জহির রায়হান প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
মোঃ শামীম সরকার : গণতন্ত্রের মানসকন্যা ও ডিজিটাল সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ধরখার ইউনিয়ন ছাত্রলীগ। গত সোমবার বিকালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে রুটি বাজার থেকে শুরু করে সওদাগর হাজীর বাড়ীর রোড পর্যন্ত এ প্রচারণা চালায় তারা।
উক্ত প্রচারণার অংশ হিসেবে নৌকার পক্ষে ভোট চেয়ে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি পুরো গ্রাম প্রদক্ষিণ শেষে রুটি চক বাজার কেন্দ্রীয় আওয়ামী লীগ এর কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের উদ্যোক্তা ছিলেন রুটি কেন্দ্র ছাত্রলীগের পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ শামীম সরকার। এসময় তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে এডভোকেট আনিসুল হক সাহেব এর পক্ষে নৌকা মার্কায় ভোট চান ভোটারদের কাছে।

নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে লিফলেট বিতরণকালে।
রুটি ওয়ার্ড ছাত্রলীগের ত্যাগী নেতা মোঃ হোসেন মিয়া ছাএলীগের উদ্দেশ্যে বলেন, সকলে সম্মিলিতভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনার জন্য প্রত্যেক ভোটারের কাছে কসবা আখাউড়ার জননেতা এডভোকেট আনিসুল হক সাহেব এর পক্ষে ভোট চাওয়ার জন্য সকলকে আহ্বান করেন। যেকোনো মূল্যে ৩০শে ডিসেম্বর নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।
উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন রুটি নূরপুর ওয়ার্ডের ছাত্রলীগ নেতা মোঃ রুহুল আমিন সরকার (এলবিন), মোঃ বাবুল মিয়া, নূর আলম, মোঃ সুমন খন্দকার, মোঃসাইদুল খন্দকার, মোঃ আলাউদ্দিন সরকার, মোঃ ফাহাদ খন্দকার, শাকিল খন্দকার, জাইদুল ইসলাম, মোঃ আলাল হোসেন, মোঃ রনি মিয়া, মোঃ ফয়সাল মিয়া, মোঃ জনি মিয়া, সাকিবুল হাসান, শামীম মিয়া (০২), মোঃ রুমান মিয়া, ইমন খন্দকার , স্বজল বিশ্বাস, ইসমাঈল সরকার, শাকিল সরকার, মোঃ হেলাল মিয়া, মোঃ ইয়ামিন মিয়া,মোক্তার হোসেন, হেলাল মিয়া, রাকিব মিয়া, হাফেজ সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, নাঈমসহ আরো শতাধিক নেতাকর্মী অংশ নেন।
আপনার মন্তব্য লিখুন