লেবাননে দাওয়াতুল ইসলাম মাদ্রাসা’র উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ , ১০ ডিসেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
জহির রায়হান, লেবানন থেকে : লেবাননে সিরাতুন্নবী (সাঃ) দাওয়াতুল ইসলাম মাদ্রাসা’র উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ৯টায় বৈরুতের আয়েশা বক্কর এলাকায় জামেয়া আল-ফারুকীয়া মসজিদের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কোরআন তিলাওয়াত পাঠ করেন হাফেজ মো: সিরাজুল ইসলাম ও নাতে রাসূল (সাঃ) পাঠ করেন মো: মিজানুর রহমান।
সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করছেন আলহাজ্ব মাওলানা জাহাঙ্গীর আলম।
দাওয়াতুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও অত্র সংগঠনের প্রচার সম্পাদক মো: জবরুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম ইউনুসিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক হযরত মাওলানা ইসহাক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশালের আগৈলঝরা মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা উবায়দুর রহমান, ঢাকার রশিদবাগ মোহাম্মদীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলাম মাদ্রাসার কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মো: রনী আমিন, অত্র সংগঠনের সাফরা শাখার সভাপতি মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আবুল বাশার প্রধান, এসকেন্দার আলী মোল্লা, রানা ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী আলাউদ্দিন, শাহজালাল প্রবাসী সংগঠনের উপদেষ্টা মো: আনসার আলী, প্রচার সম্পাদক মো: আব্দুল মান্নান, প্রবাসী ভাইবোন সংগঠনের সহ-সভাপতি শরীফ খাঁন প্রমূখ।

বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারী উপস্থিত দর্শকশ্রোতার একাংশ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উক্ত অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো: ইবরাহীম, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম, অর্থ সম্পাদক মো: ফারুক হোসেন, মাওলানা মো: ইউছুফ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আশফাক তালুকদার, প্রবাসী ভাইবোন সংগঠনের সভাপতি মো: আতাউর রহমান, শাহজালাল প্রবাসী সংগঠনের সভাপতি মো: ফজলু মিয়া প্রমূখ।
রাসুল (সাঃ) এর জীবনাদর্শের উপর আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, আজ মুসলমানরা কুরআন সুন্নাহর আদর্শ ছেড়ে ভিন্ন ধর্মের আদর্শ গ্রহণ করছে। এছাড়াও চারিদিকে যেভাবে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে এতে করে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই। তাদের মতে, কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই মুসলমানদের আজ এই দুরাবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারী উপস্থিত দর্শকশ্রোতার একাংশ।
এছাড়া দাওয়াতুল ইসলাম মাদ্রাসা’র উদ্যোগে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী মুসলিমদের পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয়। পবিত্র কোরআন শিক্ষায় আগ্রহীদেরকে উক্ত মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বিনীতভাবে আহ্বান জানানো হয়।
পরে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম।
আপনার মন্তব্য লিখুন