১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়-হুসেইন মুহাম্মদ এরশাদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

নবীনগর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,  মানুষ পরিবর্তন চায়, শান্তি চায় এবং জীবনের নিরাপত্তা চায়। তারা আশা করছে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সেটা পেতে পারে। শান্তির জন্য পরিবর্তন শুধু জাতীয় পার্টি দিতে পারে। আর কেউ পারবে না। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ক্ষমতা ছাড়ার পর আমি একটা দিনও শান্তিতে থাকতে পারিনি। যদি আবার ক্ষমতায় আসতে পারি তাহলে শান্তি ফিরে আসবে, সমস্ত ব্যাথা-বেদনা দূর হবে। জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে মরতে চাই আমি। আমরা ক্ষমতায় গেলে দেশে খুন-হত্যা বন্ধ হবে। ব্যাংক লুট হবে না, গায়েবি মামলা হবে না। আমরা মানুষকে সুখ-শান্তি দেব।
জাপা নেতা কাজী মামুনুর রশীদের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির হিসেবে  বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের,  জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপার সাংসদ জিয়াউল হক মৃধাসহ জাপার স্হানীয় নেতৃবৃন্দ। পরে এরশাদ ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জাপার প্রার্থী কাজী মামুনুর রশীদের জন্য দলের প্রার্থী হিসেবে সকলের কাছে ভোট চান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন