লেবাননে প্রোশেদ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ , ২৭ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
জহির রায়হান, লেবানন থেকে : লেবাননে অত্যান্ত উৎসবমুখর পরিবেশে পাহাড়ের পাদদেশে প্রোশেদ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বৈরতের হোমেল এলাকার একটি মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বনদ্বিতা করেন প্রোশেদ স্পোটিং ক্লাব ও ওয়েস্টার্ন স্পোটিং ক্লাব। ট্রসে জিতে প্রথমে প্রোশেদ স্পোটিং ক্লাব ১৬২ রান করে। জবাবে ১৬৪ রান করে ৭ (সাত) উইকেটে শিরোপা অর্জন করেন ওয়েস্টার্ন স্পোটিং ক্লাব। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সিরিজ জিতে শিরোপা অজর্ন করেন ওয়েস্টার্ন স্পোটিং ক্লাবের শাহজালাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির সহ-সভাপতি বাবুল হাজরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেবানন আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন লেবানন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, সহ-সভাপতি জাহাঙ্গীর, প্রচার সম্পাদক মহসীন মৃধা, আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ আরো অনেকে।
অতিথি বৃন্দরা বলেন, প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও এ ধরনের খেলার আয়োজন সত্যিই প্রশংসার দাবীদার। এজন্য আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানান তাঁরা।
প্রোশেদ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর পরিচালনায় ছিলেন সাইফুল ইসলাম, ইয়ার হোসেন, মিন্টু সাহা, নীরব হোসেন, বাবলু হাজরা, জাকির হোসেন, জীবন আহমেদ, আব্দুল্লাহ, বাদল হোসেন, সুজন আহমেদ, শহিদুল ইসলাম, সুমন আহমেদ, জাহাঙ্গীর, বাবু ও রাসেল। তারা যৌভভাবে এই টুনামেন্টটি পরিচালনা করেন।
আপনার মন্তব্য লিখুন