নাসিরনগরে মন্দির ভাংচুর মামলায় ১০জন কারাগারে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়িতে হামলা ও মন্দিরে ভাংচুরের ঘটনায় আদালতে আত্মসমর্পনকারী ১০ জন আসামীকে জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
এরমধ্যে হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক মিয়াও রয়েছেন। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগমের আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া কোর্ট পরিদর্শক মাহবুবুর রহমান জানান, ২০১৬ সালের ২৯ শে অক্টোবর ফেইস বুকে আপওিকর ছবি পোষ্ট দেয়া হয়। এ ঘটনায় পরদিন ৩০ শে অক্টোবর স্থানীয় হিন্দুপল্লীতে হামলা ও ভাংচুর চালানো হয়। এ ঘটনায় গৌর মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ সময় তদন্ত করে ২০১৭ সালে চার্জশীট দেয়। এতে ২২৮ জনকে আসামী করা হয়।
চার্জশীট ভুক্ত ১০ জন আসামী আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। এ মামলায় ৮৮ জন উচ্চ আদালত ও ১০৭ জন জেলা দায়রা ও জজ আদালত থেকে জামিনে রয়েছেন। বাকি ২৩ জন পলাতক রয়েছে।
আপনার মন্তব্য লিখুন