১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

বিদেশে দৌড়ঝাঁপ করে লাভ হবে না: হাছান মাহমুদ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

নিজস্ব প্রতিনিধি : বিদেশে দৌড়ঝাঁপ করে কোনও লাভ হবে না বলে বিএনপিকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাসেলস এবং লন্ডন ঘুরে কোনো লাভ হবে না। সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। সংবিধানের আলোকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। এ নিয়ে বিদেশে দৌড়ঝাঁপ করে কোনও লাভ হবে না।

তিনি বলেন, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপানের মত দেশে যে সরকার নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে আসছে, সেই সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। এ দেশেও সেটাই হবে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক নেতা মুসলিম লীগ ও জামায়াতে ইসলামীর পরবর্তী প্রজন্ম। আর বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের অনেক নেতা আছেন, যাদের পরিবারের হয় মুসলিম লীগ ব্যাকগ্রাউন্ড অথবা পাকিস্তানি পক্ষাবলম্বনকারী বিভিন্ন দলের ব্যাকগ্রাউন্ড। আর কিছু আছে সুযোগসন্ধানী।

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জান দুর্জয়ের সভাপতিত্বে সভায় অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন