পুলিশের অভিযানে স্বামী স্ত্রীসহ ৫ মাদক পাচারকারী আটক, মাদক উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
আখাউড়া প্রতিনিধি : আখাউড়া উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে পুলিশ স্বামী-স্ত্রীসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে গাজা, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের নিজ বাড়ি থেকে উজ্জল মিয়া ও তার স্ত্রী লাকী বেগম (৩৫)। এসময় তাদের কাছ থেকে ২৫ ফেন্সিডিল বোতল উদ্ধার হয়।
আরেক অভিযানে আখাউড়া পৌরশহরের টানাপাড়া এলাকা থেকে মাদক জাতীয় ৮০ পি” ইয়াবা ট্যাবলেট সহ মমিন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মমিন মিয়া টানপাড়ার নজু মিয়ার পুত্র।
অপরদিকে আমোদাবাদ এলাকা থেকে দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক জাতীয় ১ কেজি ৮শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো আমোদাবাদ গ্রামের জামাল মিয়ার স্ত্রী সুরমা আক্তার (২৩) ও একই গ্রামের শামীম মিয়ার স্ত্রী নার্গিস সুলতানা। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়।
আপনার মন্তব্য লিখুন