নাসিরনগরে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নাসিরনগর প্রতিনিধি : উপজেলার হরিপুর ইউনিয়নের ৬নং (নরহা) ওয়ার্ডের সদস্য (মেম্বার) ছডু মিয়া প্রতিবন্ধী মাহফুজ মিয়াকে দেয়া প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। মাহফুজ মিয়া নরহা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। প্রতিকার চেয়ে আজ বুধবার(১২ সেপ্টেম্বর) প্রতিবন্ধী মাহফুজ মিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা যায়,নরহা গ্রামের মাহফুজ মিয়া গত ১০ সেপ্টেম্বর হরিণবেড় সোনালী ব্যাংক শাখা তার ব্যাংক হিসাব নং-১৪১০০০১০০৬০০২ থেকে ৮ হাজার ৪’শ টাকা প্রতিবন্ধী ভাতা উত্তোলন করে বাড়ি যাওয়ার সময় পার্থ সাহার চা-ষ্টলে ডেকে নেয়।সেখানে ছডু মিয়া মেম্বার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থার খরচ দেখিয়ে প্রতিবন্ধী মাহফুজ মিয়ার কাছ থেকে ৭ হাজার টাকা জোর করে রেখে দেন এবং এই বলে হুমকি দেন যে এবিষয়ে কাউকে কিছু বললে তার প্রতিবন্ধী ভাতা কেটে দেয়া হবে।
এদিকে অভিযুক্ত ছডু মিয়া মেম্বার বলেন, আমি তার কাছ থেকে কোনো টাকা নেয়নি। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার্ট।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাউসদ পারভেজ মজুমদার জানান, ঘটনা যদি সত্যি হয় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন