আশুগঞ্জে ১৫০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আশুগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ১৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোহাগপুর থেকে মাদকসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এসময় আটক করা হয় এর চালক ফারুক মিয়া (৩৬)কে। তিনি নরসিংদী জেলার আলোকবাড়ি এলাকার সুলতান মিয়ার ছেলে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম কবির এ তথ্য নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তা আটক করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য লিখুন