নবীনগরে বিলে ডুবে শিশুর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের পানিতে ডুবে রোহান নামে এক বছরের শিশু মারা গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের লাপাং বিলে এই ঘটনা ঘটে। রোহান ওই গ্রামের মুসলেম মিয়ার ছেলে।
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও স্থানীয় বাসিন্দা মুর্শেদুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক মোসলেম মিয়া লাপাং বিলের মধ্যে নতুন বাড়ি করেন। শুক্রবার সকালে নিজ বাড়ির উঠানে খেলা করছিল রোহান। তার মা প্রতিদিনের মত রান্না করতে যান।
এসময় রোহান অগোচরে বাড়ির পাশের বিলে আসা নতুন পানিতে পড়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. নূরুল হুদা তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন