কারেন টেনে তুললেন ইংল্যান্ডকে
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ , ৩১ আগস্ট ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
স্পোর্টস ডেস্ক : সাউদাম্পটনের আকাশ ঝলমলেই ছিল, তারপরও ভারতীয় পেসাররা সুইং পাচ্ছিলেন বেশ। তাতেই সর্বনাশ ইংল্যান্ডের। জো রুট দুই স্পিনার নিয়ে খেলতে নেমে ভুল করেছেন কি না, ভবিষ্যৎই বলবে। তবে সাউদাম্পটন টেস্টের প্রথম দিনে ইংলিশদের কাঁপিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে ভারতীয়রা।
৮৬ রান তুলতেই ৬ উইকেট নেই ইংল্যান্ডের। ভাগ্যিস মঈন আলী ও স্যাম কারেনকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড! দুজন জুটি বাঁধলেন দলের এমন করুণ অবস্থায়। সপ্তম উইকেটে দুজনের ৮১ রানের জুটির পরও ইংলিশদের ২০০ পার হওয়া নিয়ে সংশয়। কারেন-ক্রিস ব্রডের ৬৩ রানের ৯ম উইকেট জুটিই ইংল্যান্ডের স্কোরটাকে একটু ভদ্রস্থ করেছে। কারেনের ৭৮ রানের সৌজন্যে সাউদাম্পটন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ২৪৬। বিনা উইকেটে ১৯ রান তুলে দিন শেষ করেছে ভারত।
চতুর্থ টেস্টের শুরুর দিনে এর আগে রুটের টস জেতা ছাড়া আর কিছুই পক্ষে যায়নি ইংল্যান্ডের। ইনিংসের শুরুতে তৃতীয় ওভারের প্রথম বলে জসপ্রীত বুমরার ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়ে এলবিডব্লিউ ইংল্যান্ডের ওপেনার কিটন জেনিংস। নিজের পরের ওভারে সামনের পা-টা বিপৎসীমা ছাড়িয়ে না গেলে ইংলিশ অধিনায়ক জো রুটের উইকেটটাও পেতে পারতেন বুমরা। নো-বলের সৌজন্যে ১ রানে জীবন পাওয়া রুট অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। তিন ওভার পরে আর মাত্র ৩ রান যোগ করার পর এলবিডব্লিউ ইশান্ত শর্মার বলে।
ভাঙা আঙুল নিয়ে ব্যাটিং করা বেয়ারস্টো এরপর ফিরেছেন বুমরার বলে উইকেটকিপার ঋষভ পন্তকে ক্যাচ দিয়ে। দলকে ৩৬ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকও। পঞ্চম উইকেটে ৩৩ রান তুলে পরিস্থিতি কিছুটা সামাল দিয়েছিলেন জস বাটলার ও বেন স্টোকস। তবে দুজনকেই ১৭ রানের ব্যবধানে ফিরে যেতে হয় মোহাম্মদ শামির বলে।
এরপরই মঈন ও কারেনের ওই জুটি। ভারত চতুর্থ টেস্টটা খেলতে নেমেছে একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। কোহলির সিদ্ধান্তটা যে ভুল হয়নি সেটি প্রমাণ করতে অশ্বিন ফিরিয়েছেন ৪০ রান করা মঈনকে। কারেন তবুও দাঁড়িয়ে গিয়েছিলেন। ব্রডকে নিয়ে ৯ম উইকেটে লড়াই চালিয়েছেন। কিন্তু তিনিও শেষ পর্যন্ত হার মানলেন অশ্বিনের কাছে। ইংল্যান্ডের শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৭৮। কারেন অবশ্য বলতে পারেন, লেজের ব্যাটসম্যান দিয়ে যদি দলের স্কোর ভদ্রস্থ হয়, তবে টপ আর মিডল অর্ডারের কাজ কী?
আপনার মন্তব্য লিখুন