লেবানন আওয়ামী লীগের নাবাতিয়া শাখা কমিটির অনুমোদন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৯ পূর্বাহ্ণ , ৩০ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
জহির রায়হান, লেবানন থেকে : লেবানন আওয়ামী লীগের নাবাতিয়া শাখা কমিটির অনুমোদন হয়েছে। গত রবিবার নাবাতিয়া এলাকার একটি কফি শপে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
মোঃ আলমগীর ইসলাম আলমকে সভাপতি ও মোঃ শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক এবং মোঃ জাহাঙ্গীর আর বিএসকে সাংগঠনিক সম্পাদক করে লেবানন আওয়ামী লীগ নাবাতিয়া শাখার ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
নাবাতিয়া শাখা কমিটির সদ্য সভাপতি মোঃ আলমগীর ইসলাম (আলম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি সুফিয়া আক্তার বেবী, সহসভাপতি রুবেল আহমেদ, জামাল মিয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, হাজমিয়া শাখা কমিটির সভাপতি রুহুল আমীন, উপদেষ্টা জাকির হোসেন প্রমূখ।
লেবানন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সী, সিনিয়র সহসভাপতি সুফিয়া আক্তার বেবী, সহসভাপতি রুবেল আহমেদ, জামাল মিয়া, সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, হাজমিয়া শাখা কমিটির সভাপতি রুহুল আমীন, উপদেষ্টা জাকির হোসেন, নাবাতিয়া শাখার সদ্য সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, জহির, সুমন মিয়া, জসিম উদ্দিন প্রমূখ।
এছাড়া টেলিকনফারেন্সে বাংলাদেশ থেকে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
বক্তারা বলেন, আজ এখানে এসে আমাদের অনেক ভাল লাগছে, নাবাতিয়ায় বঙ্গবন্ধুর আদর্শের অনেকগুলো মুখ একসাথে দেখতে পাচ্ছি।” আমরা আশা রাখবো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নাবাতিয়া শাখা কমিটির সকল সদস্যরা একযোগে কাজ করে যাবেন।
প্রধান অতিথির বক্তব্যে লেবানন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সী বঙ্গবন্ধুকে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী’ হিসেবে আখ্যায়িত করে নতুন প্রজন্মের কাছেও এই মহান নেতার নানান দিক তুলে ধরার অনুরোধ জানান নতুন কমিটির সংগঠকদের প্রতি।
তিনি বলেন, আশা রাখি আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। একইসাথে লেবানন কেন্দ্রীয় আওয়ামী লীগের যে কোন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে লেবানন আওয়ামী লীগকে শক্তিশালী করবেন।
আপনার মন্তব্য লিখুন