লেবাননে পবিত্র ঈদুল আযহা উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ , ২৩ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
জহির রায়হান, লেবানন থেকে : লেবাননে ঈদ-উল-অাযহার প্রধান জামাত রিয়াতুসালা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অাগস্ট) সকাল সাতটায় এ জামাত অনু্ষ্ঠিত হয়।
নামাজে অন্যদের মধ্যে অংশ নেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ও লেবাননের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন। এছাড়া নামাজে দূতাবাসের স্টাফ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেয়।
রিয়াতুসালা জামে মসজিদ ছাড়াও বাংলাদেশীদের আয়োজনে ছোট বড় প্রায় ৩০টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। বৈরুতের উল্লেখযোগ্য বড় জামায়াত গুলোর মধ্যে এয়ার পোর্ট সির্কি ঈদের জামাত, মুকায়েম আল বুরুশ, আদভাইয়া লিবিস ফ্যাক্টরী, হামরা হোটেল হোয়াইট প্লাস, ছাবরা, শৈফাত কোকাকোলা ফ্যাক্টরীর পাশে, মোকাল্লেস ইকুলাইন শিরকি, নাহার ইব্রাহিম, সালোমী কাঠ ফ্যাক্টরি, জুনি সূতার মিল ও হাইছুলুম পাথর ফ্যাক্টরির জামায়াত ছিল অন্যতম। এছাড়া লেবাননের প্রানকেন্দ্র রিয়াজুছালায় আলামিন মসজিদে লেবানিজদের পাশাপাশি প্রচুর প্রবাসী বাংলাদেশীরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দূতাবাস এর মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার নামাজ শেষে ইমামসহ লেবাননের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সালোমিতে শান্তির রাস্তা ইসলামী প্রবাসী সংগঠন আয়োজিত ঈদুল আযহার জামাতে উপস্থিত হয়ে বিশেষ দোয়া পাঠে অংশ নেন।
দোয়া শেষে তিনি এক শুভেচ্ছা বার্তায় লেবাননের সকল প্রবাসীদের ঈদ উল আযহার শুভেচ্ছা জানান। প্রবাসী বাংলাদেশিরা ঈদুল আযহার ত্যাগে উদ্ভাসিত হয়ে হিংসা বিদ্ধেষ ভুলে গিয়ে সকলে মিলেমিশে একত্রে প্রবাসে বসবাস করে দেশের সুনামকে অক্ষুন্ন রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার মন্তব্য লিখুন