নাসিরনগরে ইউনিয়ন যুবদলের কমিটি গঠন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
নাসিরনগর প্রতিনিধিঃ নাসিরনগরে পূর্বভাগ ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি অফিসে কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ আবু সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইয়াছিন পাঠান।
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পূর্বভাগ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারীরা গোপন ব্যালট বক্সে তাদের ভোটের মাধ্যমে ইউনিয়নরে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। মোঃ দুলাল মিয়া সভাপতি,মোঃ সাইফুল ইসলাম সেক্রেটারী ও আব্দুস সুবহান সাংগঠনিক সম্পাদককে নির্বাচন করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। পরবর্তী ১৫ দিনের মধ্যে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন