নবীনগরে এক গৃহবধু নির্যাতনের শিকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ , ১২ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে কবিতা রানী সূত্রধর নামে এক গৃহবধু নির্যাতনের স্বীকার হয়েছেন। সে উপজেলার রছুল্লাবাদ গ্রামের আনন্দ সূত্রধরের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর পূর্বে এলাকার বীরগাঁও গ্রামের পরিমল সূত্রধরের মেয়ে সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় আনন্দ সূত্রধরের। বিয়ের কিছু দিন যেতেই পারিবারিক নানান অভিযোগে নির্যাতন করা হতো কবিতাকে। গত শুক্রবার দুপুরের দিকে শ্বাশুড়ি প্রভা রাণীর সাথে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আনন্দ এসে কোনো কিছু না বুঝেই কবিতাকে কাঠের চেলি দিয়ে মারতে থাকে।এ সময় সে অজ্ঞান হয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে এলাকার ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল শনিবার সকালে নবীনগর সরকারি হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার কবিতার স্বরিরের বিভিন্ন স্থানে ক্ষত থাকায় তাকে হাসপাতালে ভর্তি হয়ে এক সাপ্তাহ চিকিৎসা করানোর জন্য পরার্মশ দেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর কে জানালে, তিনি বিষয়টি সামাজিক ভাবে মিমাংসা করে দেওয়ার আশ্বস্ত করেন ।
আপনার মন্তব্য লিখুন