কোরবাণীর পর দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের মতবিনিময় সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে কোরবাণীর পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা তথ্য অফিস ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসককের সম্মেলণ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি আসন্ন ঈদে সকড়ের উপর পশু জবাই না করতে তথা যত্রতত্র বর্জ্য না ফেলেত সকলের প্রতি আহবান জানান। সে সাথে তিনি নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আয়েশা আক্তারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন