চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছর ধরে প্রধান শিক্ষক নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নাসিরনগর প্রতিনিধিঃ শিক্ষার্থী আছে শিক্ষক নেই এ সমস্যায় জর্জরিত নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় । গত ৫ বছর ধরে প্রধান শিক্ষক নেই।সরজমিনে গিয়ে দেখা যায়, চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষকের পদের মধ্যে শিক্ষক রয়েছে মাত্র ৪‘জন। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ ২ জন শিক্ষকের পদ শূণ্য রয়েছে। ছাত্রছাত্রী রয়েছে প্রায় ছয়শত। একজন সহকারি শিক্ষক প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করছেন। অন্যজন ক্লাশ নিতে হিমসিম খাচ্ছেন। দীর্ঘদিন ধরে চলছে এ অবস্থা।
এ অবস্থা সম্পর্কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন জানান, ৬ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ ২‘জন শিক্ষকের পদ শূণ্য রয়েছে । গত ৩১ মার্চ‘২০১৩ সালের থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য পড়ে রয়েছে। বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫শ‘৯৩ জন। প্রতিদিন বিদ্যালয় শিক্ষার্থীর সকল ক্লাস নিতে আমাদেরকে হিমসিম খেতে হচ্ছে। একটি ক্লাসে পড়া দিয়ে আরেকটি ক্লাসে ঢুকতে হয়।
শিক্ষক সংকটে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাতœকভাবে ব্যাহত হচ্ছে। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানায়, বছরের পর বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে অথচয় যেন দেখার কেউ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টির দিকে নজর দেয়া উচিত। তা-না হলে বেশীদিন এ অবস্থায় চললে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার পাশাপাশি বিদ্যালয় ছেড়ে অন্যত্র চলে যাবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট কথা স¦ীকার করে জানায়,একজন প্রধান শিক্ষক প্রতিস্থাপন প্রাপ্ত হওয়ায় নতুন ভাবে এ বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ দেয়া যাচ্ছে না। তবে খুব শ্রীঘই সহকারী শিক্ষকের শূন্য পদটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।
আপনার মন্তব্য লিখুন