গোল্ডকাপ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইউল্যাব। সেমিফাইনালে তাদের হারিয়ে ফাইনালে উঠেছে ফারইস্ট বিশ্ববিদ্যালয়। অপর সেমিফাইনালে জিতে ফাইনালে তাদের প্রতিপক্ষ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রবিবার বিকাল ৪টায়।
শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফারইস্ট ১-০ গোলে হারায় ইউল্যাব বিশ্ববিদ্যালয়কে। খেলার শুরু থেকে গোল করে লিড নেওয়ার চেষ্টা করেছিল দু’দল। ম্যাচের ৭ মিনিটের মাথায় মো. মাইনুল আবেদীন সুজয় গোল করে ফারইস্টকে এগিয়ে নেন ১-০ তে।
বাকি সময় চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি ইউল্যাব। শেষ পর্যন্ত ম্যাচ সেরা সুজয়ের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফারইস্ট বিশ্ববিদ্যালয়।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। খেলার শুরু থেকে আগ্রাসী ভঙ্গিতে খেললেও প্রথমার্থে কোন দল এগিয়ে যেতে পারেনি। বিরতির পর খেলায় ফেরে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। ৪২মিনিটে অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন মো. তুহিন।
৬২মিনিটে সাউথ ইস্টের হয়ে দ্বিতীয় গোলটি করেন আব্দুল কাইয়ুম। খেলার অতিরিক্ত সময়ে ম্যাচ সেরা তুহিন আরেকটি গোল করলে শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়।