প্রবাসী বাংলাদেশীদের ইন্সুরেন্স সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালকের সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ , ১৮ জুলাই ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
জহির রায়হান, লেবানন থেকে: প্রবাসী বাংলাদেশীদের ইন্সুরেন্স সমস্যা সমাধানের লক্ষ্যে লেবাননের ইন্সুরেন্স কন্ট্রোল কমিশনের প্রধান (মহা পরিচালক) মিজ নাদিন আল হাব্বাল আসালি-র সাথে সাক্ষাৎ করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের ডাউনটাউনে লেবাননের ইন্সুরেন্স কন্ট্রোল কমিশন কার্যালয়ে রাষ্ট্রদূত এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি লেবাননে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের ইন্সুরেন্স সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
মিজ নাদিন এসব সমস্যা সমাধানে রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। তবে অবৈধভাবে বসবাসরত কর্মীদের নিজ খরচে ইন্সুরেন্স করার প্রস্তাবে তিনি রাজি হননি। এ বিষয়টি লেবানিজ আইনে অনুমোদিত নয় বলে জানান তিনি।
আপনার মন্তব্য লিখুন