১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

লেবাননে এক নারী গৃহকর্মীর মৃত্যু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , ১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

লেবানন থেকে জহির রায়হান: লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশি এক নারী গৃহকর্মী মারা গেছেন।

মৃত জোলেখা বেগমের (৪০) বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার কানাইগড় গ্রামে, তার স্বামীর নাম শেখ রুকুমুদ্দীন আলী।

স্থানীয় সময় সোমবার রাতে বৈরুতের লেবানন-আমেরিকান হাসপাতালে ‘মস্তিষ্কে রক্তক্ষরণে’ জোলেখা মারা যান বলে জানা গেছে।

জোলেখার আত্মীয়রা জানান, স্থানীয় সময় রোববার সকালে জোলেখা অসুস্থ হয়ে পড়লে তাকে বৈরুতের লেবানন-আমেরিকান হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জোলেখার ‘ব্রেইন স্ট্রোক’ হয়েছে বলে জানান। ওইদিন রাতে হাসপাতালে জোলেখার মৃত্যু হয়।

প্রবাসীরাস জানান, জোলেখার ৩ ছেলেমেয়ে রয়েছে। বড় ছেলে বাচ্চু মিয়া লেবাননে শ্রমিক হিসেবে কাজ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, ‘কিছুক্ষণ আগে আমি সংবাদটি পেয়েছি, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।’ তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে লাশ দেশে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন