বিশ্বকাপের নটআউট পর্ব শুরু ৩০ জুন। নানা আলোচনার মধ্য দিয়ে শেষ হয়ে গেলো রাশিয়া বিশ্বকাপের গ্রূপ খেলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ২৯ জুন ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগেনানা আলোচনা আর রদবদলের মধ্য দিয়ে শেষ হয়ে গেলো রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্ব থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। বিপুল নাটকীয়তায় শেষ ১৬ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
শনিবার (৩০ জুন) আর্জেন্টিনা ও ফ্রান্সের ম্যাচ দিয়ে শুরু হবে নক আউট পর্ব
।নক আউট পর্বে যাদের খেলা:
‘এ’ গ্রুপে নিজেদের সবকটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে; রানার্স আপ হয়ে নক আউট পর্ব নিশ্চত করেছে রাশিয়া।
গ্রুপ ‘বি’ তে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ পর্তুগাল। গ্রুপ ‘সি’ তে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স, আর পাঁচ পয়েন্ট নিয়ে রানার্স আপ ডেনমার্ক।
এছাড়া গ্রুপ ‘ডি’ তে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা, গ্রুপ ‘ই’ তে ব্রাজিল ও সুইজারল্যান্ড, গ্রুপ ‘এফ’ এ সুইডেন ও মেক্সিকো, গ্রুপ ‘জি’ তে ইংল্যান্ড ও বেলজিয়াম। আর ‘এইচ’ গ্রুপ থেকে নক আউট পর্বে উঠে এসেছে কলম্বিয়া ও জাপান।
আপনার মন্তব্য লিখুন