৭ই জুন, ২০২৩ ইং | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজার থেকে ১৭জন রোহিঙ্গাকে আটক

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ , ৮ জুন ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজার থেকে ১৭জন রোহিঙ্গাকে আটক করেছে ৬০ ব্যাটলিয়ানের সালদানদী বিওপি ক্যাম্প সদস্যরা। ভারত থেকে সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসা ১৭জন রোহিঙ্গাকে নয়নপুর বাজার থেকে আটক করেছে বর্ডার গার্ড জোয়ানরা।

৭জুন বৃহম্পতিবার বিকালে আটককৃত ১৭ রোহিঙ্গাকে কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ-৫জন,মহিলা-৭জন,শিশু ছেলে-৪জন ও শিশু মেয়ে-১জন। মোট ১৭জন।
আটককৃতরা জানান, পালন খালি ক্যাম্পে তাদের আত্বীয় স্বজন আছেন তাই তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন।

কসবা থানা অফিসার ইনচার্জ মো:আবদুল মালেক জানান, মেডিকেল পরীক্ষা শেষে বিধি মোতাবেক রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এই দিকে কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী মানবিক কারণে ১৭ রোহিঙ্গাকে ইফতার করার জন্য কসবা থানা চত্বরে নগদ পাঁচশত টাকা তুলে দেন সালদানদী বিওপি ক্যাম্প অধিনায়ক নায়েক সুবেদার হেলাল উদ্দিনের হাতে। এই সময়ং কসবা থানা অসিার ইনচার্জ তদন্ত মোহাম্মসদ মনিরুজ্জামান,এসআই আব্দুর রহিম প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন