ছাত্র সমাবেশের মাইক ছিনিয়ে নিল পুলিশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , ৩ মে ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: চলমান পদ্ধতিতে জেএসসি ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রদের ডাকা ছাত্রসমাবেশের মাইক ছিনিয়ে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে ছাত্রসমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
ছাত্রদের দাবি, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করে দিয়েছে।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ছাত্র সমাবেশ করার জন্য স্কুল ছাত্ররা পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এসে দাঁড়ায়। সমাবেশের খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল কবির, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক, ২নং শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহাগ রানা, উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম আল মামুন অনুষ্ঠানস্থলে ছুটে যান। এসময় পুলিশ ছাত্র সমাবেশে বাধা দিয়ে ছাত্রদের কাছ থেকে মাইক ছনিয়ে নেয়। বিষয়টি নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত সাংবাদিকরাও প্রতিবাদ জানান।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মুহয়ী শারদ বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে। ছাত্ররা বক্তব্য দেওয়া অবস্থায় পুলিশ হাত থেকে মাইক ছিনিয়ে নিয়েছে। এর ফলে আমরা সমাবেশ দীর্ঘ করতে পারিনি।
অভিযোগের বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল কবির জাগোনিউজকে বলেন, আমরা মাইক নেইনি, মাইকওয়ালা নিজেই চলে গেছে। মনে করেছে প্রোগ্রাম শেষ। আমরা ছাত্রদেরকে পরামর্শ দিয়েছি তাদের দাবিগুলো নিয়ে জেলা প্রশাসকের ম্যাধমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে।
এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন খান বলেন, বাচ্চাদের এমন দাবিতে পুলিশের মাইক ছিনিয়ে নেওয়া কাম্য নয়। হয়তো ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। আমি খোঁজ নিয়ে বিয়ষটি দেখছি।
আপনার মন্তব্য লিখুন