নতুন প্রেমে মজেছেন ডি ক্যাপ্রিও
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ , ১৪ এপ্রিল ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
বিনোদন ডেস্ক: অভিনয় দিয়ে পাওয়া সম্ভব সব রকম পুরস্কার ও স্বীকৃতিই তিনি জয় করেছেন। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত জয় করেছেন। পেয়েছেন অস্কারও। তবে সংসার করার মতো একজন দীর্ঘমেয়াদী সংঙ্গীর অভাব রয়েই গেল তার। বলছি ‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর কথা।
সংসার জীবনে থিতু হতে পারেননি তিনি। বন্ধু আর সহকর্মীদের নিয়েই নিজের জীবনের হাসি-আনন্দগুলো ভাগাভাগি করেন এ তারকা। তবে সম্প্রতি এই তারকা নতুন প্রেমে পড়েছেন বলে শোনা যাচ্ছে। তার নতুন প্রেমিকার নাম ক্যামিলা মোরেনো। তিনি একজন নামি মডেল।
সম্প্রতি পশ্চিম হলিউডের গ্যাসো রেস্তোরাঁয় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন এই দুই তারকা। জানা যায়, সকালের নাস্তা করতে সেখানে হাজির হয়েছিলেন দুজন। পুরোটা সময় নাকি ক্যাপ্রিওর বাহু জড়িয়ে ছিলেন মডেল ক্যামিলা মোরেনো।
এর আগে থেকেই গুজব হিসেবে শোনা যাচ্ছিলো এ দুজনের মধ্যে বেশ অন্তরঙ্গতা চলছে। কিন্তু এবার দুজনকে একসঙ্গে ক্যামেরা বন্দি হতে দেখে গুঞ্জনকে সত্যি বলেই ধরে নিচ্ছেন সবাই।
আপনার মন্তব্য লিখুন