১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

EN

এইচআরএফের সঙ্গে বিএসএমএমইউ উপাচার্যের মতবিনিময়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ , ২ এপ্রিল ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

বিশেষ সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রোববার তার কার্যালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (এইচআরএফ) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।

এইচআরএফ’র পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি তৌফিক মারুফ, সহ-সভাপতি জান্নাতুল বাকেয়া কেকা, সাধারণ সম্পাদক নিখিল মানখিন, সহ-সাধারণ সম্পাদক হামিম-উল-কবির, সাংগঠনিক সম্পাদক সেবিকা দেবনাথ, অর্থ সম্পাদক নেছার উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য শিশির মোড়ল, সদস্য আবুল খায়ের, দিনার সুলতানা, এম এম রাশেদ রাব্বি, জাকিয়া আহম্মেদ, দুলাল হোসেন, মো. আয়নাল হোসেন, আমির হোসেন রিকু, মাসুদ প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের সুচিন্তিত, বিশ্লেষণধর্মী, সচেতনমূলক মতামত ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ বিশিষ্ট নিউরো সার্জন, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)-এর সভাপতি এবং এ বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যা১৭৩৯৩০৭১পক ডা. কনক কান্তি বড়ুয়া উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন