সূচকের পতনে শেষ হলো লেনদেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , ২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
স্টাফ রিপোর্টার: সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের বড় পতন ঘটেছে। দিনের শুরু থেকেই নিয়মিতভাবে সূচক কমতে থাকে। দিন শেষে পয়েন্ট হারিয়েছে সবগুলো সূচক। এদিকে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের। তবে লেনদেন বেড়েছে উভয় পুঁজিবাজারে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৭৬ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ কমে দাঁড়ায় ৫ হাজার ৫৭২ দশমিক শূন্য ৬ পয়েন্টে। ১৭ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে ২ হাজার ৮৪ দশমিক ৯৯ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। এদিকে ১১ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে ১ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১০ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৩৫১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৫২ কোটি ৮ লাখ ১৫ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ২৪১ কোটি ৭১ লাখ ৩৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৬৮টির ও অপরিবর্তিত ছিল ১৯টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১২৯ দশমিক ২৮ পয়েন্ট কমে ১০ হাজার ৪১০ দশমিক ৭১ পয়েন্টে নেমে যায়। ১২৮ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৯০৭ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৮ কোটি ৯ লাখ ৬৫ হাজার ৬১৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৬ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৩৯১ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৮০টির ও অপরিবর্তিত ছিল ১৭টির বাজারদর।
আপনার মন্তব্য লিখুন