নবীনগরে শিক্ষার্থী মেহরীন চৌধুরী যুথীর কৃতিত্ব
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ , ২১ মার্চ ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেশব্যাপী রচনা প্রতিযোগিতায় খ গ্রুপে আলহাজ্জ্ব ব্যারিষ্টার জাকির আহম্মদ কলেজের কৃতি শিক্ষার্থী মেহরীন চৌধুরী যুথী তৃতীয় স্থান লাভ করেছে।
উল্লেখ্য যে ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্দোগে দেশ ব্যাপী এই প্রতিযোগিতায় ১৮৫৭ জন প্রতিযোগী থেকে বিশেষ বিবেচনা সহ মোট ১৭ জনকে পুরস্কার দেওয়া হয়। গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব রেজোয়ানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ র,আ,ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন