বাঞ্ছারামপুরে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , ৬ জানুয়ারি ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালায় পুলিশ। অভিযানে আটকৃতদের বসত ঘরে পৃথক স্হানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬২ বোতল ফেন্সিডিল ও ৩৯৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।আটকৃতরা হলেন, উপজেলার মরিচাকান্দি এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে টিপু (৪৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে মরিচাকান্দি এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী টিপু ও তার স্ত্রীকে আটক করি। এসময় তাদের বসত ঘরে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরা দীর্ঘ দিন যাবৎত বিভিন্ন কৌশল অবলম্বন করে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। বাঞ্ছারামপুর থানার ( ওসি) মো:নিজামউদ্দিন মাদকসহ স্বামী-স্ত্রী ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন