এক নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ , ২৭ নভেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
সাভার মডেল থানার সরকারি বাসা থেকে তাহমিনা খাতুন (২৬) নামে এক নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৯টার দিকে সাভার মডেল থানা কম্পাউন্ডে থাকা সরকারি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, এসআই তাহমিনা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। স্বামী ও দুটি শিশু নিয়ে চারতলা কোয়ার্টারের নিচতলার ফ্ল্যাটে থাকতেন তিনি। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ। সাভার মডেল থানার ওসি মহসীনুল কাদির জানান, সন্ধ্যার পর কোনো একটি সময় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তাহমিনা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
আপনার মন্তব্য লিখুন