ঐতিহাসিক সাত মার্চের ভাষণ বিশ্ব নিপীড়িত মানুষের মুক্তিতে বিশেষ ভূমিকা রাখবে – উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ , ২৬ নভেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
প্রধান অতিথি মোকতাদির চৌধুরী এমপি বলেন, ঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল আমাদের মুক্তির সনদ। ব্রিটিশ ও পাকিস্তানী শোষণে নিষ্পেষিত ২০০ বছরের পরাধীন বাঙালিকে স্বাধীনতার রক্তিম সূর্যের স্বপ্ন দেখিয়েছিলো এই ভাষণ। এই ভাষণটি ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণগুলোর একটি।
গতকাল ২৫ নভেম্বর ২০১৭ খ্রি.তারিখ জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত হাজার বছরেরর শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ”বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র” স্বীকৃতি লাভ করায় এ অসামান্য অর্জনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ”আনন্দ শোভাযাত্রা”য় অংশগ্রহণ করেন জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, বেগম ফজিলাতুন নেসা বাপ্পি, মাননীয় সংসদ সদস্য, জনাব রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া, জনাব মো: মিজানুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, মিসেস নায়ার কবির, মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জনাব আল মামুন সরকার, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন