ভারত-শ্রীলঙ্কা মধ্যকার কলকাতা টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ , ২০ নভেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বৃষ্টি বিঘ্নিত কলকাতা টেস্টে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিক ভারত সংগ্রহ করেছিলো ১৭২ রান। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে ২৯৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ দাড়ায় এক উইকেটে ১৭১ রান। ম্যাচের এ অবস্থায় কলকাতা টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
কলকাতায় অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কা মধ্যকার প্রথম টেস্টে শনিবার চতুর্থ দিনের সমীকরণ শেষে ভারত এগিয়ে আছে ৪৯ রানে। বৃষ্টির কারণে কলকাতা টেস্টের প্রথম দুদিন মাঠে বেশিক্ষণ বল গড়ায়নি। দুদিন মিলে খেলা হয়েছে ৪৫ ওভারেরও কম। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত।
আপনার মন্তব্য লিখুন