১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি অনুষ্ঠানে সমালোচকদের জবাব দিলেন ধোনি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ , ১৩ নভেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

জন্মভূমি ভারতের বাইরে ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি করলেন ধোনি। তবে দুবাইয়ে সে উপলক্ষে হওয়া অনুষ্ঠানে বারবারই ঘুরে ফিরে আসে তাকে ঘিরে তৈরি হওয়া ওই বিতর্ক। বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক শুরু থেকেই বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও সংবাদকর্মীদের পীড়াপীড়ির এক পর্যায়ে বলেন, ‘আসলে সমালোচকদের আমি শ্রদ্ধা করি। প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে। তারা যা ভাল মনে করছেন, বলছেন। আর দেশের জন্য আমি কি করেছি, গোটা ভারতই সেটা জানে। এ নিয়ে বেশি কি-ই বা বলার আছে।’ এই বক্তব্যের মধ্য দিয়ে ধোনি আসলে আরও মহান হয়ে উঠলেন। অধিনায়ক কোহলি, কোচ রবিশাস্ত্রী দু’জনই আগ্রাসী ভঙ্গিতে তার পাশে দাঁড়িয়েছেন। কোহলি বলেছেন, ধোনিকে অহেতুক আক্রমণ করা হচ্ছে।’ আর বস্ শাস্ত্রী তুলাধোনা করেছেন সমালোচকদের, ‘দেখে মনে হচ্ছে, ঈর্ষান্বিত কিছু ব্যক্তি ধোনির পতন দেখার জন্য বসে রয়েছে। অপেক্ষায় রয়েছে কবে ধোনির একটা-দুটো খারাপ ম্যাচ যাবে।’

শাস্ত্রী আরও বলেন, ‘আমিও টিভিতে কাজ করেছি। ওখানে প্রশ্ন করা হয়, উত্তরও দিতে হয়। টিভিতে শো-টা চালাতে হবে তো।’ আসলে এক টিভি টক শোয়ে ধোনি প্রসঙ্গে অমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন লক্ষ্মণ, অথচ গ্রেট শচীন আর সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তিনিও ভারতের কোচ বাছাই কমিটির উপদেষ্টা। কেন বিদেশে এত দূরে এসে এই প্রশিক্ষণ স্কুল খুলছেন, সে প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘আর্থিক লাভের কথা ভেবে খুলিনি। খুলেছি খেলা এবং বাচ্চাদের প্রতি আমার ভালবাসা থেকে। বাচ্চাদের খেলা শেখানোর সেরা জায়গা হল স্কুল। সোশ্যাল মিডিয়ায় মজে থাকায় এখন অনেকেই খেলার মাঠে আসতে চায় না। এতে ওদের স্বাস্থ্যের সমস্যা হচ্ছে।’ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবেন। যা নিয়ে বর্তমানে ওয়ানডে ও টি২০ দলের সাধারণ সদস্য হিসেবে খেলা সাবেক অধিনায়ক বলেন, ‘ফিটনেস ও ফর্ম ধরে রাখতে আমি এখন অনেকটা সময় রাজ্য দলের সঙ্গেই কাটাব।’

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন