সৈয়দ আশরাফুল ইসলামের মত নেতা এদেশে বেশি বেশি দরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
শীলা ভাবির মৃত্যুতে আমরা শোকাহত।জাফরের লেখা পড়ে জানতে পারলাম তিনি কত বড় মাপের নেতা আশরাফ ভাই মন্ত্রী হলেও বিদেশে ভ্রমণের আগে বা ছুটিতে গেলে প্রধানমন্ত্রীকে জানিয়ে যেতে হয়। সেই কারণেই হয়তো লন্ডন যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে জানাতে গিয়ে ছিলেন।প্রধানমন্ত্রী’কে বলেছিলেন, ‘আমার স্ত্রী খুব অসুস্থ, তাকে নিয়ে লন্ডন যাচ্ছি।’ জবাবে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমার স্ত্রীর চিকিৎসা খরচ সরকার বহন করবে। মন্ত্রী হিসেবে সরকার থেকে এই সুবিধা তোমার প্রাপ্য।’স্বল্পভাষী চরিত্রের মন্ত্রী মহোদয়ের উত্তর ছিল, ‘বনানীর বাড়িটা বিক্রি করে দিয়েছি, সেটা দিয়েই হয়ে যাবে, মন্ত্রী মহোদয় সম্পর্কে জ্ঞাত হওয়ার কারণে প্রধানমন্ত্রী আর কথা বাড়ালেন না।স্বল্পভাষী এই রকম মন্ত্রী রূপকথার গল্পে পাওয়া যেত, আমরা সৌভাগ্যবান কারণ এই রকম মন্ত্রী বাংলাদেশের আছে।..স্বল্পভাষী সেই মানুষটার চেহারা বার বার ভেসে আসছে চোখের সামনে। এই রকম মাটির মানুষদের বিধাতা কেন এই রকম কষ্ট দেয় তা বিধাতাই ভাল বলতে পারবেন।মহান আল্লাহতালা শীলা ভাবীকে জান্নাত নসীব করুক।আমিন
আপনার মন্তব্য লিখুন