ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় একটি বাস খাদে পড়ে ৭ জন নিহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। বাসটি কোম্পানিগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নূরীতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র হাজারি জানান, কুমিল্লার কোম্পানীগঞ্জ থেকে তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। নূরীতলা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের ৭যাত্রী নিহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার উল্লাহ মৃধা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে
আপনার মন্তব্য লিখুন