প্রতিটি উপজেলায় মিনি ষ্টেডিয়াম নির্মান করা হবে- ড.বীরেন শিকদার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা লাউর ফতেহপুর মাঠে আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। এসময় খেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য কালে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, ফুটবল খেলার উন্নায়নে প্রতিটি উপজেলায় একটি করে মিনি ষ্টেডিয়াম নির্মান করা হবে। এরই মাধ্যমে গ্রাম অঞ্চল থেকে নতুন নতুন খেলোয়ার সৃষ্টি হবে। ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে ফুটবল ফেডারেশন কাজ করছে। টুনামেন্টের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যারিষ্টার জাকির আহম্মেদ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কাইসার হামিদ, ধারা ভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ সারাফাত, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী। ফাইনাল খেলায় ইব্রাহিমপুর একাদশকে ২-১ গোলে পরাজিত করে উওর দাররা একাদশ চ্যাম্পিয়ন হয়।
আপনার মন্তব্য লিখুন