ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্র নিহতের ঘটনায় ২জন আটক
ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ , ১৭ জুন ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় বন্ধুর ছুরিঘাতে রাতুল নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক ইশতিয়াক আহমেদ, নাজমুল আলম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহিদুল ইসলাম ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় কথা বলার জন্য ডেকে এনে রাতুল ও তার বন্ধু সাইফুলকে ছুরিকাঘাত করে কান্দিপাড়া এলাকার সৌরভ ও তার কয়েকজন সহযোগী। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য লিখুন