২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলের কৃষকের ৫শত হেক্টর জমি পানির নিচে : কৃষকের মধ্যে হাহাকার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ , ৫ মে ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

ভারি র্বষনে উজান থেকে পানি হাওরে নেমে আসায় সরাইল উপজেলার বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল বোরো আধা কাঁচা অবস্থায় অকাল বন্যায় পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের স্বপ্ন, সাধ, বেঁচে থাকার একমাত্র অবলম্বন সব শেষ হয়ে গেছে। লাখ টাকা ঋণ করে জমিতে ঢেলেছেন যে কৃষক, আজ সেই কৃষকের জমির কাঁচা ধান পানির নিচে । তলিয়ে যাওয়া আমন বোরো ধানের জমির উপর বর্তমানে ৪/৫ ফুট পানি রয়েছে। এবং পানির নিচের ধান পচন ধরেছে । ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের প্রায় ৫ শত হেক্টর আধা পাকা ধানের জমি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এত কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।। তলিয়ে যাওয়া ৫ শত হেক্টর জমি মধ্যে সরেজমিনে দেখাযায়, সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের কৃষকদের প্রায় ৩ শত হেক্টর জমির মালিক রয়েছে। এসব জমি নাসিরনগর উপজেলার আকাশি ও শাপলা বিল এলাকায় অবস্থিত। বাকী ২ শত হেক্টর কৃষি জমি সরাইল উপজেলার আতিয়া বিলে রয়েছে।সরাইল উপজেলার কৃষকরা সরকারি ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে এমন আশংকা করে কৃষকরা দুঃখে বুক চাপড়াচ্ছেন। শাহাজাদাপুর এলাকার একাদিক কৃষকরা বলেন আমাদের জমি নাসিরনগর উপজেলায় কিন্তু আমাদের বাড়ী সরাইল উপজেলার শাহাজাদাপুর গ্রামের কৃষকরা আরো বলেন নাছিরনগর ও সরাইল উপজেলার কৃষি অফিসার আমাদের খোজ খবর নেয়নি । উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, সরাইল হাওরের সর্বশেষ পরিস্থিতি জেলা কৃষি সম্পসারণ উপ-পরিচালককে জানিয়েছি। আশা করি দ্রুত একটা ব্যবস্থা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2017
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন