৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

হিউম্যানিটি ফাস্ট ইন্টারন্যাশনাল এর সৌজন্যে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ এবং জঙ্গিবাদ বিরোধী গণ স্বাক্ষর সংগ্রহ

আরশাদুল ইসলাম

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ , ১৬ এপ্রিল ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাশ্রম কর্মীদের ব্যবস্থাপনায় বিগত বৎসর সমূহের ধারাবাহিকতায় বাংলা নব্বর্ষ ১৪২৪ উপলক্ষ্যে ১লা বৈশাখে শহরের ফারুকী পার্ক সংলগ্ন স্মৃতিসৌধ এলাকায় বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। পাশাপাশি দেশ ও সমাজের ঘৃণিত শত্রু জঙ্গিবাদের বিরুদ্ধে গণ স্বাক্ষর গ্রহণ করা হয়। সকাল ৭টা হতে বিকাল ৫ টা পর্যন্ত নিরবিচ্ছন্নতাভাবে এই সেবা প্রদান করা হয়। বাংলার ঐতিহ্য নব্বর্ষ উদযাপনের জন্য এই মিলনমেলায়ায় আগত সকল দর্শনার্থীদের জন্য প্রতি বছরই হিউম্যানিটি ফার্স্ট বিনামূল্যে বিশুদ্ধা খাবার পানি খাওয়ানোর সেবা প্রদান করে থাকে। প্রায় ১২০০ লিটা বিশুদ্ধ খাবার পানি এবং হাজারো জঙ্গীবাদ বিরোধী গণ স্বাক্ষর গ্রহণ করা হয়। আগত শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া যায় স্বতস্ফূর্ত সাড়া। তীব্র গরমে বিশুদ্ধা খাবার পানি পান করে প্রত্যেকই প্রকাশ করেন তাদের উচ্ছসিত প্রশসংসা, পাশিাপাশি জফঙ্গব্দকে ঘৃণা করে প্রদান করেন গণ স্বাক্ষর এই সেবায় ব্রাহ্মনবাড়িয়া সমন্বয়ক এখতিয়ার উদ্দিন শুভ এর পরিচালনায় এবং পৃষ্ঠাপোষক আরশাদুল ইসলামের সহযোগীতায় অংশ নেন যথাক্রমে নির্জন, তুষার, সোহান, শাওন, অয়ন, আকাশ, তৌফিক সরকার, তালহা, রাশেদ, রক্তিম, আতেফ, দুর্জয়, অনন্ত, রেজুয়ান, সৌরভ, অলড্রিন, মৌসাদ, মোবারেজ, তুর্য, সামী, এবাদ, জয়সহ ৩৮ জন স্বেচ্ছাসবক। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েক বছর ধরে হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে স্টেডিয়াম মাঠে এবং শিশু পার্কে মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং পহেলা বৈশাখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিশুদ্ধ খাবার পানি বিতরণ,ওজন পরিমাপ এবং প্রেসার নির্ণয়সহ অন্যান্য সেবা বিনামূল্যো দিয়ে আসছে। একই  পোগ্রাম ব্রাহ্মনবাড়িয়ার পাশাপাশি রাজধানীর ঢাকা এর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2017
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন