৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসব শুরু

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

বাংলা নববর্ষ ১৪২৪ বরণে ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমির উদ্যোগে গতকাল  শুক্রবার থেকে শুরু হয়েছে  ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসব। স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে শুক্রবার সকাল ৭ টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুরু হয়েছে।  সন্ধ্যা সাড়ে ৬ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. রেজওয়ানুর রহমান। ২১ এপ্রিল শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এবারের উৎসবে সাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন কবি মুহাম্মদ সামাদ, বৈশাখী উৎসব সম্মাননা পাচ্ছেন কবি আমিনুর রহমান সুলতান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পাচ্ছেন কবি মিনার মনসুর,ব্যারিস্টার আবদুল রসুল স্মৃতি পদক পাচ্ছেন মামুন সিদ্দিকী। এছাড়া সমাপনী দিনে একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ আজিজুল ইসলাম,খ্যাতিমান চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, রোকেয়া পদকপ্রাপ্ত আরোমা দত্তকে সংবর্ধনা দেয়া হবে। ৮ দিন ব্যাপী মেলায় বিভিন্ন দিনে প্রধান অতিথি আলোচক  অতিথি হিসেবে থাকবেন ভারতের ত্রিপুরার কবি দিলীপ দাস,কথা শিল্পী আনোয়ার সৈয়দ হক,কবি নূরুল হুদা,কবি রবীন্দ্র গোপ,লেখক গবেষক সৈয়দ আবুল মুকসুদ,দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, প্রবীণ সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ সানু কথা শিল্পী নূরুদ্দীন জাহাঙ্গীর,প্রফেসর ড.মোঃ মাহবুবুল আরেফিন,হুমায়ূন ইসলাম চৌধুরী,নাট্যজন চন্দন রেজা,কবি জাহাঙ্গীর আলম জাহান,অ্যাড. আকসির এম চৌধুরী,কবি পিয়াস মজিদসহ দেশ বরেণ্য জাতীয় ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ। উৎসবে প্রতিদিন সাংস্কৃতি অনু্ষ্ঠান  ,স্বরচিত কবিতা পাঠ আবৃত্তি নৃত্য নাটক, বিষয় ভিত্তিক সেমিনার ও  আলোচনা হবে। এতে ভারতের ত্রিপুরা সহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সংগঠন অংশ নেবে। এছাড়া বিভিন্ন লোকজ সামগ্রী প্রদর্শনের জন্য  বিভিন্ন প্রকারের অর্ধশত স্টল খোলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

April 2017
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আরও পড়ুন