মাধবপুরে যুবক খুনের ঘটনায় মামলা ,গ্রেফতার-১
ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক কে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
গত বুধবার ভোর রাতে মাধবপুরের তেলিয়াপাড়া ফাড়িঁর পুলিশ ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর পুলিশের সহযোগিতায় সিঙ্গারবিল এলাকায় অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে হাবিব (২৫) কে গ্রেফতার করে। হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে রসুলপুর রেল লাইনের পাশ থেকে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে । সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন বাদি হয়ে বুধবার সকালে গ্রেফতার হওয়া যুবক হাবিব সহ ৩ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। নিহতের স্ত্রী মামলায় উল্লেখ করেন আর্থিক লেনদেন কে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় আসামীগন মাসুদ কে ঘর থেকে ডেকে নিয়ে খুন করে লাশ মাধবপুর উপজেলার রসুলপুর এলাকার রেল লাইনের পাশে ফেলে যায়।মাধবপুর থানার পুলিশ সূএে জানা যায় যে, আদালতে গ্রেফতারকৃত হাবিবের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
আপনার মন্তব্য লিখুন