ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাজাঁ উদ্ধার মাদক কারবারী স্বামী-স্ত্রী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার শহরতলী ঘাটুরা নামক স্হানে ১০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে। এসময় এলাকার চিন্হিত খুচরা ও পাইকারি মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে আটক করা হয়। এরা হলেন মো:মারুফ মোল্লা (৩০) পিতা:মৃত আব্দুল কাশেম, মোছা: মৌসুমী বেগম (২৫) স্বামী:মারুফ মোল্লা সর্বসাং–ঘাটুরা মোল্লাবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপ্যাক্টর দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিওিতে জেলার শহরতলী ঘাটুরা মোল্লা বাড়ি নামক স্হানে এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী মারুফ মোল্লা ও তার স্ত্রী মৌসুমী বেগম এর বসতবাড়ির ঘুমানোর ঘরে তল্লাশি চালিয়ে কাপড়ের আলমারি দুই/তিন নং ড্রয়ারে পাচঁটি পলিথিন দিয়ে মোড়ানো প্রতিটিতে ২ কেজি করে মোট ১০ কেজি গাজাঁ উদ্ধার করি এবং সে সাথে স্বামী-স্ত্রী দুজনকে আটক করি। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন