বাঞ্ছারামপুর ২ ইউনিয়ন প্রতীক বরাদ্ধ সমীকরণে বিএনপি সুবিধা জনক অবস্হায়
ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ও আইয়ূবপুর ইউনিয়নে প্রতীক বরাদ্দের পর আজ থেকে নির্বাচনী মাঠ আরো জমে উঠেছে। আগামী ১৬ এপ্রিল ইউনিয়ন পরিষদের নির্বাচন তাই আজ বুধবার সকালে প্রতীক বরাদ্ধ দলীয় দিয়েছে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কমিশন কার্য্যালয়।উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন চন্দ্র ছন্দ জানান,গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।মনোনয়নপত্র জমা দেয়া ১০ ইউপি চেয়ারম্যান প্রার্থী হতে ৩ আ.লীগ প্রার্থী ও ১১৩ সদস্য প্রার্থী থেকে মোট ৪৫জন মনোনয়নপত্র প্রত্যাহার করে সর্বশেষ ৬৮জন প্রার্থী নির্বাচন করছেন। এ ছাড়া,১৬ এপ্রিলের একই তারিখে ছলিমাবাদ ও সদর উত্তরে ১টি করে মোট ২টি সদস্য পদে নির্বাচন হবে।
আইয়ূবপুর ইউপি থেকে নৌকা প্রতীক বরাদ্ধ পেয়েছেন মুক্তিযোদ্ধা মো.নজরুল ইসলাম ও ধানের শীষে লড়াই করছেন মো.মনির হোসেন। দরিয়াদৌলত থেকে নৌকা পেলেন আশরাফুল ইসলাম রিপন,ধানের শীষ নিয়ে প্রচারনা করছেন মো.হানিফ মিয়া। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন,যদি আ.লীগ বিদ্রোহী প্রার্থীরা আ.লীগ মনোনীত প্রার্থীদের ছাড় না দেয় তবে,সুবিধাজনক অবস্থায় থাকবে জাতীয়তাবাদী দল (বিএনপি)দলের প্রার্থীরা। উভয় ইউপিতে ৩ বিদ্রোহী প্রার্থীই হেভিওয়েট ও সরকারী দলের বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন উচ্চ পদে।
আপনার মন্তব্য লিখুন