বাঞ্ছারামপুরে মানুষের জীবন আর্সেনিকের হুমকির মুখে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০১৭, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে
বাঞ্ছারামপুর উপজেলার মোট জনসংখ্যার প্রায় ৪২শতাংশ আর্সেনিকের হুমকির মুখে রয়েছে।এর মর্ধ্যে বাঞ্ছারামপুর উপজেলার মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ জনসংখ্যাই অদৃশ্য ভয়াবহ আর্সেনিকের হুমকির মুখে রয়েছে। উপজেলার অধিকাংশ টিউবওয়েলে মাত্রারিক্ত আর্সেনিক থাকায় জীবন হুমকির মুখে রয়েছে। ফলে বাঞ্ছারামপুর উপজেলার কয়েক শতাধিক ব্যক্তি( আর্কোনিসিস) রোগে আক্রান্ত হয়েছে। আর্সেনিক নিয়ে কাজ করছেন উপজেলার বেসরকারী সংস্থা হিসেব মোতাবেক এ তথ্য পাওয়া গেছে। বাঞ্ছারামপুর উপজেলা প্রঙ্গগে বলা হয়েছে,ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বাঞ্ছারামপুরে সবচেয়ে বেশী আর্সেনিক। এর মধ্যে সদর ইউপি,দরিয়াদৌলত,তেজখালী,ছলিমাবাদ,দড়িকান্দি,ফরদাবাদ, বাহেরচরের সব চেয়ে বেশী পরিমান আর্সেনিক রয়েছে।২০১৬ সালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলার ৪জন রোগী সনাক্ত করা হলেও চলতি বছরের ফেব্রুয়ারী পর্যন্ত প্রায় ৩ শতাধিক আর্সেনিকোসিস রোগে আক্রান্ত রোগী সনাক্ত করেন।
উপজেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী আ.লতিফ জানান,জনসংখ্যা অনুপাতে উপজেলাটিতে আর্সেনিক ভয়াবহ টিউবওয়েলগুলোতে আক্রমন হার বৃদ্ধি পাচ্ছে।সরকারের তরফ থেকে আমরা আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপনের কার্যক্রম চলছে।
আপনার মন্তব্য লিখুন