ব্যাটিং-কিপিং একসঙ্গে চালিয়ে যেতে চান মুশফিক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
শ্রীলঙ্কা যাওয়ার আগে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রশ্নর মুখোমুখি মুশফিক… সাম্প্রতিক সময়ে গ্লাভস হাতে খারাপ সময় কাটানোর পরও আপনি কি কিপিং আর ব্যাটিং এক সঙ্গে চালিয়ে যেতে চান? মুশফিকের চিবুক সোজা উত্তর, `আমি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংও সমান উপভোগ করি, তবে গল ও কলম্বোয়ে আমি কিপিং করবো কি না এখনই বলা যাচ্ছে না। সেটা অনেকটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ইচ্ছার উপর। ম্যানেজমেন্ট যা চাইবে তাই হবে।
তবে যদি আমাকে বলতে বলেন অথবা আমার পছন্দের কথা জানতে চান, তাহলে বলবো আমি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংও সমান উপভোগ করি। আমার দৃঢ় বিশ্বাস ব্যাটিংয়ের সঙ্গে উইকেট কিপিংয়েও দলকে দেওয়ার পর্যাপ্ত সামর্থ্য আমার আছে।`
আর মুশফিকের শেষ কথা, কিপার এবং ব্যাটসম্যান হিসেবে আমি দলের জন্য সবচেয়ে ভালো অবদান রাখাতে পারি।
আপনার মন্তব্য লিখুন